সাইফুজ্জামান, আসাদুজ্জামান ও হারুনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।
দুদক সূত্র জানিয়েছে, এই তিনজনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক।
গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পাওয়া এসব অভিযোগের তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিবি হারুনের বিরুদ্ধে যত অভিযোগ
দুদকের প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে হারুন ২০তম বিসিএসে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ ক্যাডারের যোগদান করেন। তিনি কিশোরগঞ্জের মিঠামইন এলাকায় নিরীহ লোকজনের জমি নামমাত্র মূল্যে জোর করে কিনে নিয়েছেন। সেই জমিতে কয়েক শ কোটি টাকা খরচ করে 'প্রেসিডেন্ট পার্ক' নামে একটি বিলাসবহুল রিসোর্ট তৈরি করেছেন। এছাড়া তার ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকার উত্তরায় একাধিক বাণিজ্যিক প্লট ও বহুতল ভবন সন্ধান পাওয়া গেছে।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দুবাইয়ে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিপুল সম্পদ থাকার খবর আগে থেকেই গণমাধ্যমে প্রচার হয়ে আসছিল। খবরে বলা হয়, তাদের নামে বিদেশে বিভিন্ন ব্যাংক হিসাবে বড় অঙ্কের অর্থ জমা রয়েছে। বিদেশে অর্থ জমা রাখার ব্যাপারে তারা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অনুমতি নেননি। গত ৪ মার্চ এসব প্রমাণ ও নথি টিআইইউকে ও টিআইবির উদ্যোগে বিএফআইইউ, দুদক, সিআইডি, এনবিআর ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়।