দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়: অধ্যাপক মুস্তাফিজুর
প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নয়, দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। আজ শনিবার ঢাকা এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, "শিল্পপতিদের আর্থিক বিবরণী চাওয়া হলে ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নয়। ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রম চলমান থাকায় আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।"
তিনি আরো বলেন, অতীতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে ব্যাংক থেকে অর্থ পাচার হয়েছে এবং খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।