চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও
চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয় ঘেরাও করেছে বাংলাদেশ আনসারের সাধারণ সদস্যরা। সারা দেশ থেকে আনসার সদস্যরা এসে জড়ো হয়েছেন।
বর্তমানে কয়েক হাজার আনসার সদস্য সচিবালয়ের চারপাশে অবস্থান নিয়ে দাবি বাস্তবায়নের জন্য স্লোগান দিচ্ছেন। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীরাও তাদের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
এদিকে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্য, বিজিবি সদস্য ও পুলিশ সদস্যরা পাঁচটি গেটই বন্ধ করে দিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছেন।
আনসার সদস্যরা জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে সরকারের পক্ষের কাছ থেকে কোন পরিষ্কার সিদ্ধান্ত পাননি। যে কারণে কয়েকদিন ধরে দাবিতে থাকা সদস্যরা এখন অবস্থান কর্মসূচি নিয়েছেন। সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে।
একইভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীরাও তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ের সামনে অবস্থান নেবেন বলে জানিয়েছেন।