৫ শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. নিয়াজ আহমেদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম শাহিনুর ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে 'অস্থায়ীভাবে' ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়াও প্রজ্ঞাপনে তার নিয়োগের জন্য পাঁচটি শর্ত উল্লেখ করা হয়েছে। তার মধ্যে অন্যতম শর্ত হলো- তিনি যেদিন থেকে দায়িত্ব গ্রহণ করবেন, সেদিন থেকেই তার উপাচার্যের মেয়াদ শুরু হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে, তাকে পূর্ণকালীনভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়াও, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তিনি তার বর্তমান পদে যে বেতন পাচ্ছেন, সেই একই বেতন এবং উপাচার্যের পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ অনুসরণ করে তাকে এই নিয়োগ দিয়েছেন।
নিয়াজ আহমেদ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে তার স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ সোয়ানসি এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
প্রফেসর নিয়াজ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) থেকে শুরু করে স্নাতকোত্তর (মাস্টার্স অব সোশ্যাল সায়েন্সেস - পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন) পর্যন্ত সকল পাবলিক পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।
ড. নিয়াজের সুদীর্ঘ ক্যারিয়ারে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং অধ্যাপক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন এলিজাবেথ হাউজের সাউথ এশিয়ান ফেলো, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসির রিসার্চ ফেলো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি কায়রোর দ্য আমেরিকান ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড ভিজিটিং রিসার্চার, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ডিস্টিংগুইশড ভিজিটিং প্রফেসর এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র অ্যাকাডেমিক অ্যাডভাইজারসহ অন্যান্য আরো মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
ড. নিয়াজ ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডজাংক্ট এবং পার্ট-টাইম প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।