স্পিকারের পদত্যাগ কার্যকর করেছেন রাষ্ট্রপতি
দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করে তা কার্যকর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি স্পিকারের পদত্যাগপত্র গ্রহণ করে ওইদিনই কার্যকর করেছেন।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলেও স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজ পদে বহাল ছিলেন। গত ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।