ন্যায্যমূল্য নিশ্চিত করতে শহরে 'কৃষক বাজার' স্থাপনের প্রস্তাব সামাজিক সংগঠনের
কৃষক যেন তাদের উৎপাদিত পণ্যের যথাযথ মূল্য পান, সেলক্ষ্যে কৃষকের পণ্য বাজারজাত করতে বিভিন্ন শহর, বন্দর ও নগরে 'কৃষক বাজার' (ফার্মার্স মার্কেট ) করার প্রস্তাব দিয়েছে সামাজিক সংগঠন 'পরিবর্তনের লক্ষ্যে জনসমাজ'।
রোববার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রস্তাব তুলে ধরা হয়।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, এবং 'জনসমাজ'-এর সমন্বয়ক আবুল হাসিব খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে পরিবর্তনের লক্ষ্যে জনসমাজ- এর লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপন্থা, প্রস্তাব ও সুপারিশসমূহ লিখিতভাবে উপস্থাপন করেন আরিফুর রহমান।
আরিফুর রহমান বলেন, "কৃষকদেরকে সার, বীজ, কীটনাশক সহজলভ্য করতে হবে। কৃষিযন্ত্রপাতি ভর্তুকিমূল্যে দিতে হবে। কৃষকরা সমবায় সমিতি গঠন করবে। কৃষক যেন তাদের উৎপাদিত পণ্যের যথাযথ মূল্য পান, তাই কৃষকের পণ্য বাজারজাতের জন্য শহর, বন্দর ও নগরে কৃষক বাজার করে দিতে হবে সরকারকে।"
তিনি বলেন, "আমরা চাই এখন বাংলাদেশ যেন একটি উদার গণতান্ত্রিক, বৈষম্যহীন, কল্যাণময় রাষ্ট্রে পরিণত হয়। এই সময় প্রয়োজন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্য।"
অনুষ্ঠানে জানানো হয়, একদিকে কৃষক পণ্য বিক্রি করে উৎপাদন খরচ তুলতে পারছেন না; অন্যদিকে, ভোক্তাকে কৃষকের বিক্রয়মূল্যের দ্বিগুণ দামে কৃষিপণ্য ক্রয় করতে হচ্ছে। এছাড়া, পণ্য পরিবহনে চাঁদাবাজি, অতিরিক্ত পরিবহন ভাড়া এবং মাঠ থেকে ফসল তোলার পর ভোক্তা পর্যন্ত পৌঁছতে নানান অপচয় কৃষকের ন্যায্যমূল্য পাওয়ার পথে বড় বাধা।
তাই কৃষকের উন্নয়নের কথা সরকারকে ভাবতে হবে।
'পরিবর্তনের লক্ষ্যে জনসমাজ' এর অন্যান্য প্রস্তাব হলো- কোনো ব্যক্তি দুই মেয়াদ বা সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। কোনো ব্যক্তি একাধারে প্রধানমন্ত্রী বা সংসদ নেতা, দলীয় প্রধান অথবা সাধারণ সম্পাদক থাকতে পারবেন না। কোনো ব্যক্তি ১০ বছরের বেশি দলের সভাপতি এবং সাধারণ সম্পদক থাকতে পারবেন না।
ড. আরিফুর রহমান একটি দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব করেন। এতে নিম্নকক্ষের মেয়াদ যখন শেষ হবে অথবা রাষ্ট্রপতি কর্তৃক ভেঙে দেওয়া হবে, তখন উচ্চকক্ষ থেকে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব জানানো হয়।