কক্সবাজার সৈকতে নারীকে হেনস্থার ঘটনায় মামলা, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীকে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় করা মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) শহরের ভোলা বাবুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
এর আগে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম (২৩)। তিনি ভোলা বাবুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়েছিলেন।
এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরো পাঁচজনকে আসামি করা হয়েছে।
থানার ওসি (তদন্ত) মো. মশিউর রহমান জানান, ফারুকুলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কক্সবাজার জোনের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম জানান, গত বুধবার ছাত্র সমন্বয়ক পরিচয়ে কিছু শিক্ষার্থী সৈকতে এক নারীকে মারধর করে তাড়িয়ে দেন। আইনি দিক থেকে এটি অপরাধ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ফারুকুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ নন বলে দাবি করেছেন কক্সবাজার স্থানীয় সমন্বয়করা।
উল্লেখ্য, গত বুধবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে ফারুকুলকে হাতে লাঠি নিয়ে ওই নারীকে কান ধরে ওঠবস করাতে দেখা যায়। লাঠি দিয়ে ওই নারীর শরীরে আঘাতও করেন তিনি। পরে ফারুকুল নিজেই তার ফেসবুকে ভিডিওটি শেয়ার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়।