জুলাই অভ্যুত্থান: শহীদদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে, আহতরা সর্বোচ্চ ১ লাখ পর্যন্ত
জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদদের প্রত্যেক পরিবার প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তি প্রাথমিকভাবে সর্বোচ্চ এক লাখ টাকা পাবেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বুধবার (১৮ সেপ্টেম্বর) তাদের প্রথম কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।
অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে সহায়তা করার জন্য গঠিত ফাউন্ডেশনের এ সভা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়।
আহতদের জন্য ক্ষতিপূরণ যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া হবে। এছাড়া শহীদদের পরিবারের জন্য চেক হস্তান্তর করা হবে রাজধানীতে একটি স্মারক অনুষ্ঠানের মাধ্যমে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটি সমাজের সকল স্তরের মানুষ, বাংলাদেশি প্রবাসী এবং সংগঠন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ফাউন্ডেশনে অনুদান দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
কমিটি এর কার্যক্রম চালানোর জন্য একটি কার্যালয় চালু করা ও স্বেচ্ছাসেবক নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে। এটি জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানের সমস্ত ভিডিও, ছবি, মৌখিক ইতিহাস এবং অন্যান্য নথি ও স্মারক সংরক্ষণ ও সংরক্ষণ করবে।
ড. ইউনূস বৈঠকে বলেন, সামান্য পরিমাণ অনুদানও নথিবদ্ধ করা উচিত এবং দাতার তালিকাও সংরক্ষণ করা উচিত। যদি সম্ভব হয় তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রধান উপদেষ্টা বলেন, 'এ ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটিকে সফল করার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।'
প্রধান উপদেষ্টা বলেন, আহতদের চিকিৎসার খরচ দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ফাউন্ডেশন আহতদের যে ক্ষতিপূরণ দেবে, তা চিকিৎসার এ ব্যয়বহির্ভূত।
বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমিন মুরশিদ, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমদ উপস্থিত ছিলেন।
এর আগে ১২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার শিক্ষার্থী-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের সহায়তা প্রদানের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে।
১৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ফাউন্ডেশনে ১০০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।