বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার জানায়, যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে মুফতি রুহুল আমিনকে অপসারণ করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) বায়তুল মোকাররমের খতিব পদ পুনর্দখলকে কেন্দ্র সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশনের ইমাম আবু সালেহ্ পাটোয়ারী খুতবা দিচ্ছিলেন। এ সময় সাবেক খতিব রুহুল আমিনসহ অন্যরা তাকে টেনে-হিঁচড়ে মিম্বর থেকে নামিয়ে ফেলেন এবং মাইক কেড়ে নেন। উপস্থিত মুসল্লিরা তাদের বাধা দিলে রুহুল আমিনের নির্দেশে তার ছেলে ওসামা আমিনসহ অন্যরা সাধারণ মুসল্লিদের মারধর করে। এতে প্রায় ৫০/৬০ জন মুসল্লি আহত হন।
এ ঘটনায় রুহুল আমিন ও তার ছেলেসহ ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০-৬০০ জনকে আসামি করে পল্টন থানায় হত্যামামলা করা হয়েছে।