রাঙামাটিতে ধর্মঘট প্রত্যাহারের পর চালু হয়েছে সিএনজি-অটোরিকশা
জাতিগত সহিংসতার জেরে রাঙামাটিতে চলা পরিবহন ধর্মঘট রোববার (২২ সেপ্টেম্বর) রাতে প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা।
রোববার রাতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক জরুরি সভা শেষে পরিবহন মালিক শ্রমিকরা এ ঘোষণা দেন। এরপর আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকেই রাঙামাটি শহরের একমাত্র গণপরিবহন সিএনজি-অটোরিকশা চলাচল শুরু হয়েছে।
রাঙামাটি জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবু বলেন, "প্রশাসনের সাথে বৈঠকের পর রোববার রাতে আমরা অবরোধ প্রত্যাহার করেছি। প্রশাসন আমাদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। আজ সকাল থেকেই অটোরিকশা-সহ অন্যান্য গণপরিবহন চলাচল শুরু হয়েছে।"
তিনি বলেন, রাঙামাটি শহরে প্রায় দুই হাজার অটোরিকশা চলাচল করে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে অটোরিকশা চলাচল বাড়বে।
এর আগে, রোববার বিকেলে পরিবহন শ্রমিকদের সাথে বৈঠক শেষে রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান বলেন, "সিএনজি-বাস-ট্রাক শ্রমিকরা যারা আহত হয়েছেন, তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এবং বাস-ট্রাক সহ যে সকল পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছে, মন্ত্রণালয়ে ক্ষতিপূরণের বিষয়ে সহযোগিতা চাওয়া হবে। সহায়তা প্রাপ্তির পরিপ্রেক্ষিতে পরিবহন মালিক শ্রমিকরা আনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।"
সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার ঘটনায় রাঙামাটি সহ তিন পার্বত্য জেলায় শনিবার সকাল থেকেই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল মালিক সমিতি।