চট্টগ্রামে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রামের জামাল খান এলাকায় শুক্রবার রাত গভীর রাতে ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগের কর্মীরা। দলটির ৪০ থেকে ৫০ জন নেতাকর্মীকে মিছিলে অংশ নিয়ে 'শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই' স্লোগান দিতে দেখা যায়।
মিছিলটি নগরীর সরকারি হাজি মুহাম্মাদ মহসিন কলেজ গেইট এলাকা থেকে শুরু হয়ে জামাল খান মোড় এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলের ৩০ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মিছিলের বিষয়টি স্বীকার করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের টিবিএসকে বলেন, রাত সাড়ে ১২ টার দিকে অন্তর নামে ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে মহসিন কলেজ গেট থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে ৩ থেকে ৪ টি মোটর সাইকেল ও ১০ থেকে ১২ জন কর্মী ছিল বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, জামাল খান মোড় পর্যন্ত এসেই ৪ থেকে ৫ মিনিটের মধ্যে তারা পালিয়ে যায়
ফজলুল কাদের বলেন, "খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান শুরু করে। মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ কর্মীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"
এদিকে, চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। তবে গভীর রাতে মিছিল করা নিয়ে সমালোচনা হচ্ছে বেশি।