জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে মানবাধিকার কমিশন
সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রধান রোরি মুঙ্গভেনের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দলটি কমিশনের কার্যালয়ে চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
পাশাপাশি মানবাধিকার কমিশনকে শক্তিশালীকরণ এবং বর্তমান সীমাবদ্ধতা সম্পর্কে তাঁদের মধ্যে আলোচনা হয়। এ সময় কমিশনের সদস্য মো. সেলিম রেজা, সচিব-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছাত্র- জনতার বিক্ষোভ চলাকালে ও গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কমিশনে কী ধরনের অভিযোগ এসেছে এ বিষয়ে জানতে চান জাতিসংঘের প্রতিনিধিদল।
কমিশন চেয়ারম্যান তাদেরকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই কমিশন অত্যন্ত নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি, জুলাই মাসের প্রথম থেকেই গণমাধ্যমে বিবৃতি প্রদানের মাধ্যমে অহিংস আন্দোলনকে সমর্থন দিয়ে, তাদের দাবির ন্যায্যতা বিষয়ে একমত প্রকাশ করে সরকারসহ সকল পক্ষকে শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
আলোচনাকালে মানবাধিকার কমিশনের সীমাবদ্ধতা সম্পর্কে জানতে চান প্রতিনিধিদল। কমিশন চেয়ারম্যান তাদেরকে জানান, মানবাধিকার একটি বিস্তৃত ধারণা, তাই মানবাধিকার কমিশনের কাজের পরিধিও ব্যাপক। নারীর প্রতি বৈষম্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা, শিশু নির্যাতন, অভিবাসী শ্রমিকের অধিকার, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড-সহ সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশন সব সময় সোচ্চার থেকেছে এবং জনসাধারণের বিপুল সংখ্যক অভিযোগের তদন্ত ও কার্যক্রম গ্রহণের মাধ্যমে অনেক নাগরিককে সুবিধা প্রদান করতে সক্ষম হলেও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগের তদন্তের ক্ষমতা কমিশনের আইনে কমিশনকে দেয়া হয়নি।
জাতিসংঘের প্রতিনিধিদল কমিশনকে শক্তিশালীকরণের প্রয়োজনীয়তা ও জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রম সম্পর্কে জাতিসংঘ মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের কাছে উপস্থাপন করবেন বলে আশ্বাস দেন। উল্লেখ্য, ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজের সুবিধার্থে কমিশনের থেকে বেশকিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে।