জাবেদ পাটোয়ারী-স্ত্রীর লাল পাসপোর্ট বাতিল, পিবিআই’র বনজসহ ৩ জনের ওপর ইমিগ্রেশন নিষেধাজ্ঞা
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী এবং তার স্ত্রী হাবিবা হোসেনের লাল পাসপোর্ট বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
একই সঙ্গে সাবেক অতিরিক্ত আইজিপি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাবেক প্রধান বনজ কুমার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব মিহির কান্তি মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস-১ ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের ওপর ইমিগ্রেশন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর পক্ষ থেকে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান কিছু বলতে রাজি হননি।
জাবেদ পাটোয়ারী সাবেক আইজিপি শহীদুল হকের অবসরের পর আইজিপি হিসেবে দায়িত্ব নেন। ২০১৮ সালে তার সময়েই পুলিশের সহায়তায় বিতর্কিত একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জয়লাভ করে।
পরে ২০২০ সালের ১৩ এপ্রিল তাকে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে প্রথমবারের মতো তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি তার নিয়োগ আরও এক বছর ছয় মাসের জন্য নবায়ন করা হয়।
অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ছয় রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে এবং তাদের দেশে ফিরতে নির্দেশ দেয়। তবে নির্দেশ জারির দুই মাস পরও জাবেদ পাটোয়ারী দেশে ফেরেননি।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, তিনি ২৮ আগস্ট রিয়াদ ত্যাগ করে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
এদিকে, ইমিগ্রেশন নিষেধাজ্ঞার ফলে বনজ কুমার, মিহির কান্তি মজুমদার ও নজরুল ইসলাম খানের পাসপোর্টও অকার্যকর হয়ে গেছে বলে জানা গেছে।