লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ জন
আরও ৮২ জন বাংলাদেশি নাগরিক আজ শুক্রবার (২২ নভেম্বর) লেবানন থেকে দেশে ফিরেছেন।
ফিরে আসা বাংলাদেশিদের বিমানবন্দরে স্বাগত জানায় সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তারা। তারা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন পর্যন্ত ৬৯৭ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেরত আসা ৮২ জনের মধ্যে ৭৬ জন সরকারি খরচে এবং ৬ জন আইওএম এর আর্থিক সহায়তায় দেশে ফিরেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকার লেবানন থেকে ফিরে আসতে ইচ্ছুকদের পূর্ণ সহায়তা প্রদান করবে এবং যারা ফিরতে চান না, তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।