ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও স্বাভাবিক সম্পর্ক দেখতে চায় বাংলাদেশ। আজ সোমবার (২ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, মমতা বন্দোপাধ্যায়ের এ বক্তব্যকে তার অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখছেন তিনি।
এর আগে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ঢাকার আবাসিক কূটনীতিকদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে বৈশ্বিক একটি প্রচারণা চালানো হচ্ছে। একটি বিশেষ গোষ্ঠীর দ্বারা এই গ্লোবাল ক্যাম্পেইন চলছে। এমনকি তারা ব্রিটেনের অল পার্লামেন্টারি গ্রুপকেও প্রভাবিত করতে পেরেছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এতে বিশ্বের সবাই যে পার্টিসিপেট করছে তা নয়। তবে 'সবখানে তারা হিট করার চেষ্টা করছে। তাদের রিচ বেশি এটা নিয়ে কোন সন্দেহ নেই। ব্রিফিংয়ে গ্লোবাল ক্যাম্পেইন নিয়ে আমরা বলেছি। এটা আমাদের মেনে নিতে হবে যে, যারা এটা করছে তাদের রিচ আমাদের তুলনায় বেশি। আমাদেরকে তাদের মোকাবিলা করতে হবে।'
এসময় উপদেষ্টা তৌহিদ হোসেন স্বীকার করেন যে গোষ্টীটি ব্রিটেনের অল পার্লামেন্টারি গ্রুপকেও প্রভাবিত করতে সক্ষম হয়েছে।
এব্যাপারে তিনি বলেন, 'অল পার্লামেন্টারি গ্রুপের রিপোর্টের বিষয়টি নিয়ে আমরা ব্রিটেনের সাথে আলাপ করবো। অত্যন্ত একপেশে একটা রিপোর্ট তারা দিয়েছে। চারটা নির্বাচনকে তারা এক পর্যায়ে ফেলেছে। নির্বাচনগুলো কী মানের হয়েছে – সে বিষয়ে একটিও শব্দ উল্লেখ করেনি। ১,৫০০ ছেলেমেয়েকে হত্যা করা হয়েছে একটা শব্দও উল্লেখ নেই। সবচেয়ে বড় কথা আমাদের দূতাবাসকে জানানোও হয়নি যে তারা একাজটা করছে।'
তৌহিদ হোসেন বলেন, 'একটা কথা এখানে প্রণিধানযোগ্য, আমি খোঁজ নিয়ে দেখেছি সেটা হলো- ওইখানে পূর্ববর্তী যে দল (কনজারভেটিভ পার্টি) ক্ষমতায় ছিল– তাদের আসলে লোকজনের সংখ্যা বেশি। পার্লামেন্টের ওপর তাদের প্রভাব বেশি। তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পেরেছে।'
বৈশ্বিক এ প্রচারণা মোকাবিলা করার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা অবশ্যই সেটা চেষ্টা করছি, এবং আরো প্ল্যান-প্রোগ্রাম আছে, কীভাবে আমরা সেটাকে মোকাবেলা করবো।
তিনি আরো বলেন, এটা কোন দেশ করছে না, প্রধানত কিছু প্রতিষ্ঠান করছে– সেটা এবং সে প্রতিষ্ঠানগুলোর ধরন কেমন— তা আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন।