আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে তারা মিছিল বের করেন।
মিছিলে শিক্ষার্থীরা 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান', 'গোলামি না আজাদি, আজাদি আজাদি' ইত্যাদি স্লোগান দেন।
এর আগে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিলের ডাক দেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন- ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
উল্লেখ্য, আজ 'হিন্দু সংঘর্ষ সমিতি' নামক একটি ডানপন্থী সংগঠনের নেতৃত্বে একদল লোক আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশ করে বিক্ষোভ ও হামলা করেন। এ সংগঠনটি বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে সম্পর্কিত। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়।
পরে এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়।