ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে সব প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছাত্রনেতাদের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে "জাতীয় ছাত্র-সংহতি সপ্তাহ" পালন শেষে সব ছাত্র সংগঠনের দ্বিতীয় আলোচনা সভা শেষে ছাত্রনেতারা বলেছেন, জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারির সপ্তাহের মধ্যেই সব প্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে) ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।
আজ বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, 'জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারির মধ্যেই সব প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সব ছাত্রসংগঠন একমত হয়েছে। ছাত্র-রাজনীতির ধরন ও শিক্ষক রাজনীতি, সিট সমস্যা, অতীত রাজনীতির নেতিবাচক দিক এবং লেজুড়বৃত্তিক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে'।
এসময় ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, ২০ ডিসেম্বরের মধ্যে ছাত্রসংগঠনগুলো দূষিত ছাত্র-রাজনীতি সংস্কারের উদ্দেশ্যে নিজেদের রুপরেখা ও প্রস্তাবনা দিবে। এরপর উন্মুক্ত আলোচনার মাধ্যমে রূপরেখা তৈরি হবে। যার ভিত্তিতে আগামীর ছাত্র-রাজনীতি পরিচালিত হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ প্রেস ব্রিফিংয়ে বলেন, 'আজকে গত মিটিংয়ের চেয়ে ১১টি বেশি সংগঠন এসছে, প্রায় ৩০টি। তবে কয়েকটি ছাত্র সংগঠনের প্রতিনিধি উপস্থিত হতে পারেনি। তাদের আলাদা একটা প্রোগ্রাম থাকার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। উনারা আমাদের সাথে একসাথে বসবেন বলে আশ্বস্ত করেছেন'।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ, ছাত্র ফেডারেশনসহ বামপন্থী সংগঠনগুলো অংশগ্রহণ করেনি।