হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা না নিলে পুলিশ বাহিনীও খুনের অপরাধী: সারজিস
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জুলাই–আগস্ট মাসে আন্দোলনকারীদের হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করতে বাংলাদেশ পুলিশকে আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরজিস আলম।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার (১৪ ডিসেম্বর) এক অনুষ্ঠানে তিনি বলেন, 'চব্বিশের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা না নিলে, পরোক্ষভাবে আপনারাও [পুলিশ] খুনের সঙ্গে জড়িত হবেন।'
'যে-সব পুলিশ সদস্য খুনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আপনারা মামলা নিন। আপনারা আপনাদের কালিমা মুছুন, জনগণের আস্থা অর্জন করুন। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে আগামী একবছরের মধ্যে আমরা বিচার কার্যক্রমকে অনেকদূর এগিয়ে নিতে পারব,' পুলিশ বাহিনীর উদ্দেশে বলেন সার্জিস।
এ সময় তিনি বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের [চেতনা] সঙ্গে যারাই বিশ্বাসঘাতকতা করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি ড. ইউনূস করলে তাকেও ছাড় দেওয়া হবে না।'
১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর হত্যাকারীদের বিচারের কথা উল্লেখ করে তিনি বলেন, 'মুজিবের লাশ উত্তোলন না করেই বিচার করা গেলে জুলাইয়ের শহীদদের লাশ কেন তুলতে হবে?'
তিনি বলেন, 'জুলাই বিপ্লবের শহীদদের লাশ উত্তোলন না করেই খুনি [সাবেক প্রধানমন্ত্রী শেখ] হাসিনার বিচার করতে হবে।'
অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজশাহীর ৪৬ জন শহিদ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে চেক বিতরণ করা হয়।