‘ডিসেম্বর উৎসব’ নাম পরিবর্তন করে ‘বিজয় উৎসব’ করল শিল্পকলা একাডেমি
শিল্পকলা একাডেমি ডিসেম্বর মাসব্যাপী তাদের উদযাপিত উৎসবের নাম 'ডিসেম্বর উৎসব' পরিবর্তন করে 'বিজয় উৎসব' করেছে।
বিজয়ের মাস উদযাপন করতে শিল্পকলা একাডেমি গত ৫ ডিসেম্বর থেকে বিভিন্ন জেলায় নানা অনুষ্ঠান আয়োজন করছে। এই উদ্যোগটি বেশ প্রশংসিত হলেও, কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসবটির নাম 'বিজয় উৎসব' না রেখে 'ডিসেম্বর উৎসব' রাখা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
অবশেষে বিজয় দিবসে শিল্পকলা একাডেমির প্রচারিত একটি প্রচারণামূলক ভিডিওতে উৎসবটির শিরোনাম 'বিজয় উৎসব' দেখা গেছে।
এ বিষয়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গণমাধ্যমকে বলেন, 'শিল্পকলা একডেমি সবসময়ই জনগণের পাশে থাকা একটি প্রতিষ্ঠান, জনগণমুখী প্রতিষ্ঠান। এটি জনগণের চাহিদা অনুযায়ী কাজ করবে। এটি সবসময় জনগণের জন্য থাকবে। আমরা এভাবেই কাজ করছি।'
তিনি আরও বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে রাজনৈতিক স্বার্থে যা সৃষ্টি করেছিলেন, আমরা সেই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে চাই।'