রাজধানীর কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে
বিকেল তিনটা-চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়।
রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেল তিনটা-চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিকেল সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে আরও পাঁচটি ইউনিট কাজে যোগ দিয়েছে।
রাস্তায় যানজট থাকায় ঘটনাস্থলে পৌছাতে দেরি হয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর। এখনও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছাতে পারেনি।
বিকেল ৫টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।