বড়দিন উদযাপনে আতশবাজি-পটকা-ফানুস নিষিদ্ধ করে ডিএমপির গণবিজ্ঞপ্তি
আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে রাজধানীতে সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার মধ্যরাত থেকে পরের দিন (বুধবার) মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ২৮ ধারা বলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
নিরাপদ ও সুশৃঙ্খলভাবে বড়দিন উদযাপন নিশ্চিত করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ডিএমপি।