থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, পটকা ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের
থার্টি ফাস্ট নাইটে রাজধানীসহ সারাদেশে বাসা-বাসা বাড়ির ছাদ, ভবন, উন্মুক্ত স্থান ও পার্কে আতশবাজি, পটকা ফোটানো বন্ধে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতিত কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুজ্জামান এ রিট দায়ের করেন।
রিটের বিষয়ে আইনজীবী আশরাফ উজ্জামান গতকাল সাংবাদিকদের বলেছিলেন, রিটে রাত ১১টা থেকে ১টা পর্যন্ত থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে উচ্চ সাউন্ডে কোনো অনুষ্ঠান না করা এবং বাসা-বাড়ির ছাদে আতশবাজি-পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাত ১০টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্তস্থানে জনসমাগম বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে।
পাশাপাশি ওই দিন আতশবাজি-পটকা ও ফানুস বেচা-কেনা বন্ধ চাওয়া হয়ে। এসব ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনাও রিটে চাওয়া হয়েছে।