সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানালো সিডনি
২০২৪ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ভিন্ন ভিন্ন আয়োজন করেছে প্রতিটি দেশ। তবে এর মধ্যে আলাদা করে নজর কেড়েছে অস্ট্রেলিয়ার সিডনি শহরের নববর্ষ উদযাপন।
কারণ ২০২৫ সালের আগমন উপলক্ষে সিডনিতে একটি চমকপ্রদ এবং বিশাল আতশবাজির প্রদর্শনী আয়োজন করা হয়েছিল।
ঘড়ির কাটায় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে সিডনি তার সর্বকালের সর্ববৃহৎ আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে নববর্ষ উদযাপন করে।
এসময় সিডনি হারবার ব্রিজ এবং অপেরা হাউসের নিকষ কালো আকাশ অগণিত আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে। এই দৃষ্টিনন্দন মুহূর্ত উপভোগ করতে সারা দিনভর সিডনি অপেরা হাউসের আশপাশে জমায়েত হয় হাজার হাজার মানুষ।
আজ প্রদর্শিত হয় দুটি আতশবাজি শো। রাত ৯টায় এবং মধ্যরাত ১২টায়।
প্রতি বছরের মতো এবারও মূল অনুষ্ঠান শুরু হওয়ার তিন ঘণ্টা আগেই রাত ৯টায় সিডনির অপেরা হাউস এবং সিডনি হারবার ব্রিজে একটি 'ফ্যামিলি ফায়ারওয়ার্কস' প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এরপর মধ্যরাতের আগের কয়েক মিনিট সিডনি হারবার ব্রিজে একটি কাউন্টডাউন প্রদর্শিত হয়। হাজার হাজার মানুষ সেখানে বছরের শেষ ১০ সেকেন্ড শেষ হওয়ার অপেক্ষা করেন।
রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে শহরজুড়ে গান বাজতে শুরু করে এবং অগণিত আতশবাজির আলোয় আকাশ আলোকিত হয়ে ওঠে।
আয়োজকদের মতে, মধ্যরাতে শুরু হওয়া এই আতশবাজি উৎসবে ৪০ হাজার ইফেক্ট দেখানো হয় এবং এ বছর মোট ২৬৪টি ফায়ারিং লোকেশন থেকে আতশবাজি প্রক্ষেপণ করে সিডনি হারবার ব্রিজকে আলোকিত করা হয়। গত বছর এর পরিমাণ ছিল ১৮৪টি।
এছাড়া, সিডনি হারবার ব্রিজ এবং সিডনি অপেরা হাউসের মধ্যে নতুন চারটি পাইরোটেকনিক প্ল্যাটফর্ম থেকে ফায়ারিং করা হয়।
এ বছর প্রথমবারের মতো সিডনি হারবার ব্রিজের পশ্চিম দিকে ৮০টি নতুন অবস্থান থেকে আতশবাজি প্রক্ষেপণ শুরু হয়।
আয়োজকদের মতে, সিডনি অপেরা হাউস, বর্জ, এবং শহরের পাঁচটি অট্টালিকার ছাদ থেকেও আতশবাজি নিক্ষেপ করা হয়।
এই আতশবাজি প্রদর্শনীতে প্রায় ১০ টন আতশবাজি ব্যবহার করা হয় এবং আজ নববর্ষ উদযাপন করতে ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিত থাকবেন বলে তারা প্রত্যাশা জানিয়েছিল।