সচিবালয়ে বেসরকারি প্রবেশ পাস ও সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন সাময়িক বাতিল
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দেওয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী (বেসরকারি) পাস বাতিল করেছে সরকার। একই সঙ্গে সাংবাদিকদের জন্য প্রদত্ত অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবহার করেও সচিবালয়ে প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এ নিষেধাজ্ঞার ফলে অ্যাক্রিডিটেশনধারী সাংবাদিকসহ বাইরের কেউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। এছাড়া, প্রতিটি মন্ত্রণালয় তাদের নিজস্ব অনুষ্ঠান অনুযায়ী সাংবাদিকদের দৈনিক অস্থায়ী প্রবেশ পাস ইস্যু করবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিষেধাজ্ঞার জারির তথ্য জানানো হয়েছে।
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের অনুকূলে দেওয়া স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য দেওয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো।
এছাড়াও, বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ, ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাশের জন্য আবেদন করতে পারবেন।
এদিকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ (২৮ ডিসেম্বর) জানিয়েছে, মূলত সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতেই সাংবাদিকদের প্রবেশ সীমিত করা হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) সুরক্ষা নিশ্চিতের খাতিরেই এ সিদ্ধান্ত।
সরকার বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনা করে নতুন কার্ড ইস্যুর জন্য শিগগিরই স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর কাছ থেকে আবেদন গ্রহণ করবে। এই সময়ের মধ্যে সাংবাদিকদের জন্য প্রতিটি মন্ত্রণালয় তাদের নিজস্ব অনুষ্ঠান অনুযায়ী দৈনিক অস্থায়ী প্রবেশ পাস ইস্যু করবে।
সাময়িক অসুবিধার জন্য সাংবাদিকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে সরকার, জানিয়েছে প্রেস উইং।