বর্ষবরণের শব্দদূষণে অতিষ্ঠ হয়ে ৯৯৯-এ সহস্রাধিক কল
ইংরেজি বর্ষবরণের প্রাক্কালে উচ্চশব্দে গান-বাজনা, হৈ-হুল্লোড়, আতশবাজি ইত্যাদি শব্দদূষণ প্রতিকারে ৯৯৯ নম্বরে মোট ১,১৮৫টি কল প্রদান করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর থেকে ৩৮৭ টি কল এবং দেশের অন্যান্য স্থান থেকে ৭৯৮ টি কল করা হয়।
প্রতিটি ক্ষেত্রে 'জাতীয় জরুরি সেবা ৯৯৯' এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিষয়টি জানিয়ে প্রতিকারের আহ্বান জানানো হয়। অপরদিকে ঢাকার ধানমন্ডির ল্যাব এইডের পাশে স্বপ্ন শপিং-মলের সামনে ফানুস থেকে আগুন ধরে যায়।
তবে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি অগ্নিনির্বাপক দল রওনা দিলেও তারা পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এঘটনায় কোন ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২১ সালের থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস পড়ে রাজধানীর প্রায় ১০টি স্থানে আগুন লাগে। ঐ ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এজন্য এবার রাজধানীতে ফানুস উড়ানো ও আতশবাজির ওপর নিষেধাজ্ঞা দেয় ডিএমপি। কিন্তু শনিবার সন্ধ্যা থেকেই এ নিষেধাজ্ঞা মানতে দেখা যায়নি নগরবাসীকে।