গণপিটুনি থেকে বাঁচতে ৯৯৯-এ কল দিল চোর
'হ্যালো, এটা কি পুলিশ কন্ট্রোল রুম?', মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটে ৯৯৯-এ কল দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাওয়া হয়।
কল করা ব্যক্তি তারপর দ্রুত বলতে থাকে, 'আমি চুরি করতে একটি দোকানে ঢুকেছি। কিন্তু মানুষ দেখে ফেলেছে । তারা আমাকে পিটিয়ে মেরে ফেলবে।' এরপর কলের অপর প্রান্তে থাকা লোকটিকে অনুরোধ করা হয়, দ্রুত গিয়ে যেন তাকে গ্রেপ্তার করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলটি দেন ২৫ বছর বয়সী হৃদয়। ঢাকার কদমতলী থানাধীন খানকা রোড পাসপোর্ট অফিসের কাছের একটি দোকান থেকে এই কল করেন তিনি।
৯৯৯-এ কলটি রিসিভ করা কন্সটেবল মিঠুন সারেন তাৎক্ষণিক বিষয়টি কদমতলী থানায় জানান এবং দ্রুত পদক্ষেপ নিতে বলেন।
কল পাওয়ার পর কদমতলী থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
ততক্ষণে মানুষ হৃদয়কে ধরে পেটাতে শুরু করে। পুলিশ হৃদয়কে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।