ভোটের পূর্ণপ্রস্তুতি মে-জুনের মধ্যেই: বিএনপিকে বলল ইসি
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/476185318_1130545888258888_8865650637490798490_n.jpg)
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে নির্বাচন কমিশনের সঙ্গে আজ রোববার বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভোটার তালিকা হালনাগাদ করে আগামী মে-জুন মাসের মধ্যেই নির্বাচনের জন্য ইসি পরিপূর্ণভাবে প্রস্তুত হবে।
তিনি সাংবাদিকদের বলেন, ইসি এ মুহূর্তে কী করছে, জাতীয় নির্বাচনের বিষয়ে প্রস্তুতি কী, এ বিষয়গুলো নিয়েই কমিশনের সঙ্গে তারা মতবিনিময় করেছেন।
তিনি বলেন, "আমরা জেনেছি কমিশনের পক্ষ থেকে তারা একটি কর্মসূচি গ্রহণ করেছে যে তারা কবে কি করবেন। এটা তারা প্রচলিত আইন অনুযায়ী করেছেন। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা হাল নাগাদকরণ।"
তিনি আরও বলেন, "প্রায় ৩০ লাখ ভোটার আছেন যারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের আগে তালিকাভুক্ত করা হয়নি। তারা বাদ পড়ে গিয়েছিলেন। তবে এর মধ্যে আবার ১৫ লাখ ভোটার বাদ পড়ে যাবে। কারণ, তারা মারা গিয়েছেন। অর্থাৎ, নতুন করে ১৫ লাখ ভোটার যুক্ত হচ্ছেন।"
এখন নির্বাচনের বিষয় সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই উল্লেখ করে তিনি বলেন, "দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী আপনারা জানেন একটা সরকার পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়, এটা আইন। তবে এই আইন অনুযায়ী এখন দেশ চলছে না।"
তাই এই মুহূর্তে রাজনৈতিক মতামতের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজন করতে হবে বলে জানান নজরুল ইসলাম।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্বাচনের তারিখ ঘোষণা করার দায়িত্ব সরকারের। আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটি আলোচনা রয়েছে। আমরা সেখানে এ প্রসঙ্গ তুলব।"
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।