সিরাজগঞ্জের পলাতক সাবেক এমপি গাজীপুরে গ্রেপ্তার
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/gazipur_chayon_1.jpg)
সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (৯ জানুয়ারি) রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চয়ন ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সিরাজগঞ্জ-৬ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হন। ৫ আগস্ট শেখ হাসিনা ভারতের পালিয়ে যাওয়ার পর থেকে তিনি গাজীপুরের শ্রীপুরে টেপিরবাড়ি গ্রামের একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় আত্মগোপন করেন। বিভিন্ন মাধ্যম থেকে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ভবনটি ঘেরাও করে। পুলিশ, স্থানীয় ছাত্র-জনতা এবং শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সহায়তায় চয়ন ইসলামকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নিয়ে আসা হয়।
ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। চয়ন ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।