বগুড়ায় জাসদের অফিসে এবার জেলা প্রশাসনের ব্যানার
বগুড়া শহরের সাতমাথা-সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ভেঙে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) জেলা কার্যালয়ের স্থানে এবার জেলা প্রশাসন ব্যানার টাঙিয়ে দিয়েছেন। এটি 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গেজেটভুক্ত পরিত্যক্ত অর্পিত সম্পত্তি' বলে গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে টাঙানো ব্যানারে উল্লেখ করা হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সারাদিন এই সম্পত্তি নিয়ে নানান আালোচনা চলে শহরজুড়ে। বিকেলে সেখানে ভবনটির ধ্বংসাবশেষের শীর্ষে 'জুলাই ২০২৪ স্মৃতিকরণ মসজিদের জন্য নির্ধারিত স্থান, বাস্তবায়নেঃ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা' লেখা দুটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষ থেকে ডা. আব্দুল্লাহ সানি নামে একজন সেখানে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে বলেন, "জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের নামে 'শহীদ আবু সাঈদ জামে মসজিদ' এখানে স্থাপন করা হবে।"
এর আগে, দুপুরে কিছু লোক ওই জায়গাটিকে নিজেদের সম্পত্তি দাবি করে সেখানে ব্যানার ঝুলিয়ে দিয়েছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে একদল যুবক বিকেল পাঁচটার দিকে সেটি খুলে ফেলেন এবং মসজিদ নির্মাণের ব্যানার ঝুলিয়ে দেন। এ সময় একই সংগঠনের অপর কয়েকজন পাশে ভেঙে ফেলা আওয়ামী লীগের অফিসকে টয়লেট হিসেবে ব্যবহারের কথাও জানান।
দেশের অন্য কয়েকটি জেলার মত গত বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ জনতা শহরের সাতমাথায় আওয়ামী লীগ কার্যালয়, পাশের আওয়ামী লীগের এক নেতার ব্যক্তিগত কার্যালয়, টাউন ক্লাব এবং জেলা জাসদ কার্যালয় ভেঙে ফেলে। একই সময় তারা শহরের কবি নজরুল ইসলাম সড়কে জাতীয় পার্টির অফিসও ভেঙে ফেলে।
তবে শনিবার দুপুরে কয়েকজন ব্যক্তি ভেঙে ফেলা জাসদ কার্যালয়ের জায়গাটিকে নিজেদের দাবি করে তার ধ্বংসাবশেষের ওপরে একটি ব্যানার ঝুলিয়ে দেন।
জেলা প্রসাশক হোসনা আফরোজ সাংবাদিকদের বলেন, "জাসদ অফিসের জমি সরকারি সম্পত্তি। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড টাঙানো হয়েছে। কেউ যদি ওই সম্পত্তি নিজের বলে দাবি করেন, তাহলে তাকে সঠিক কাগজপত্র উপস্থাপন করতে হবে। এরপর যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।"