দেশে ফিরেছেন ফখরুল, হাসিনার পাতা ফাঁদে পা না দিতে সতর্ক করলেন
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/09/476397448_1252329182925186_2925909702418356015_n.jpg)
যুক্তরাষ্ট্রে 'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট' এ যোগ দেওয়ার পরে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৮ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট' এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লন্ডন থেকে যোগ দেন তাঁর কন্যা জায়মা রহমান। তিনি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি লন্ডনে ফিরে গেছেন।
গত ৬ ফেব্রুয়ারি 'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট' অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজে। তারেক রহমানকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। যেহেতু তিনি ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারছেন না, তাই তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তার প্রতিনিধিত্ব করেন।
বিমানবন্দরে ফখরুল ও আমীর খসরুকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপি নেতাকর্মীরা। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "ডেভিল তো একমাত্র ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনে বোধদয় হয়েছে, সেজন্য তাদেরকে (অন্তর্বতীকালীন সরকার) ধন্যবাদ জানাচ্ছি।"
ফখরুল বলেন, "বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অর্ভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এরজন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিলো, সেই রেজিম দায়ী। আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে।"
মির্জা ফখরুল জানান, তাঁদের যুক্তরাষ্ট্র সফর খুব সফল হয়েছে। যে উদ্দেশ্যে ছিল, তা সফল হয়েছে।
লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, "তিনি ভালো আছেন, তার ট্রিটমেন্ট চলছে।"