বৈশ্বিক অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না: আইএমএফ প্রধান
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/kristalina_georgieva.jpg)
যুক্তরাষ্ট্রের শুল্ক একটি 'উন্নয়নশীল বিষয়', তাই বৈশ্বিক অর্থনীতির উপর এর প্রভাব নির্ণয় এখনই সম্ভব নয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
আজ মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তিনি এ কথা বলেন। তিনি বলেন, "এটি একটি ক্রমবিকাশমান পরিস্থিতি। আমরা বাণিজ্য নীতির মধ্যে বিদ্যমান এমন কিছুরই আভাস আসবে বলে আমরা আশা করেছিলাম। কারণ এমন কিছু নির্বাচনী প্রচারণার সময়ই ঘোষণা করা হয়েছিল। তবে এখনও অনেক কিছুই অজানা।"
বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব নিয়ে এখনই বলা খুবই তাড়াহুড়ো হয়ে যাবে বলে জানান জার্জিয়েভা।
জর্জিয়েভা বলেন, একাধিক নজিরবিহীন সংকটের পরও বৈশ্বিক অর্থনীতি আশ্চর্যজনকভাবে স্থিতিশীল মনে হচ্ছে।
তবে মুদ্রাস্ফীতির পূর্বাভাস দেওয়া কঠিন হবে বলেও তিনি ইঙ্গিত দেন।
তিনি বলেন, "এমনকি এ ক্ষেত্রেও আমাদের দেখতে হবে পরিস্থিতি কীভাবে বিকশিত হয়। কারণ, যদি বিশ্বের কিছু অঞ্চলে অর্থনৈতিক মন্দা দেখা দেয়, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার কমানোর দিকে ঠেলে দিতে পারে, তাহলে সেটি প্রকৃতপক্ষে মুদ্রাস্ফীতি সৃষ্টি নাও করতে পারে।"
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর উল্লেখযোগ্য হারে শুল্ক বাড়িয়ে তা ২৫ শতাংশ করেছেন। তিনি আশা করছেন, এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বল হয়ে পড়া শিল্পগুলোকে সহায়তা করবে, তবে এটি বহু-মুখী বাণিজ্য যুদ্ধের ঝুঁকিও সৃষ্টি করতে পারে।