১৫ ফেব্রুয়ারি থেকে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ: প্রেস সচিব
আজ সোমবার রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/01/17/shofikul.jpg)
শফিকুল আলম। ফাইল ছবি: ইউএনবি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আজ একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী ১৫ ফেব্রুয়ারি (শনিবার) থেকে রাজনৈতি দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে জাতীয় ঐকমত্য গঠন কমিশন।
আজ সোমবার রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, প্রথম বৈঠক সবার সাথে একসঙ্গে হবে। এরপর কোন ফরম্যাটে আলোচনা হবে, সেটি এখনও নিশ্চিত না। কোন কোন দল অংশগ্রহণ করবে, সেটিও ঠিক হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।