পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শাহবাগে আন্দোলনরত স্কুল শিক্ষকরা
নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা।
আজ সোমবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে তারা সড়ক অবরোধ করেন। পরে পৌনে ২টার দিকে লাঠিচার্জ করে ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে তাদের ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করে পুলিশ।
অতিরিক্ত উপ-কমিশনার রমনা বিভাগ আসাদ নূর টিবিএসকে বলেন, "রাস্তার অবরোধ করে আন্দোলনরতদের সরিয়ে দিচ্ছে পুলিশ। তবে নারীরা রাস্তায় বসে পড়েছে তাদেরকে সরিয়ে দিতে আমাদের চেষ্টা চলছে।"
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/10/shahbagh_protest.jpg)
অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরে আবারও তারা সড়ক অবরোধের চেষ্টা করলে দুপুর ৩টার দিকে টিয়ারগ্যাস নিক্ষেপ করে আন্দোলকারীদের রাস্তা থেকে তুলে দেয় পুলিশ। পরবর্তীতে কিছু সময় রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
পরে সাড়ে ৩টার দিকে আবারও রাস্তা অবরোধ করেন প্রাথমিকের শিক্ষকরা। তারা শাহবাগ থেকে সায়েন্সল্যাবমুখী রাস্তা অবরোধ করে অবস্থান করেছেন তারা।
এছাড়া শাহবাগ থেকে বাংলামোটর গামী সড়কে গাড়ি চলাচল করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও মৎস ভবন থেকে আসা গাড়িকে বাংলামোটরমুখী সড়ক দিয়ে চলাচল করতে দেখা গেছে। বিকেল ৪টা পর্যন্ত এভাবে গাড়ি চলছে।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/10/shahbagh_teachers_protest_0.jpg)
সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলেন, "আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। এ সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে। আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এটি আমাদের সঙ্গে প্রতারণা। আমরা চাই দ্রুত যেন এ রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হয়।"
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2025/02/10/476312601_633636909130175_1155625800598681491_n.jpg)
সাব্বির সাদেক নামের এক আন্দোলনকারী বলেন, "যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরব না। আমাদের বলা হয়েছে রায়ের শুনানি এ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে আমরা সেটি মানি না। বিশেষ আদালত বসিয়ে হলেও আজকের মধ্যে ফয়সালা করতে হবে। না হলে রাজপথ ছাড়ব না।"