রোকেয়া পদক পেলেন ৫ বিশিষ্ট নারী
নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য বৃহস্পতিবার পাঁচজন বিশিষ্ট নারীকে মর্যাদাপূর্ণ বেগম রোকেয়া পদক দেয়া হয়েছে।
পদকপ্রাপ্তরা হলেন, অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা, অর্চনা বিশ্বাস, শামসুন্নাহার রহমান পরান (মরণোত্তর), ড. জিনাত হুদা ও ড. সারিয়া সুলতানা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বিজয়ীদের হাতে পদক তুলে দেন।
উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪১তম জন্ম ও ৮৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা।