বাণিজ্য মেলায় জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা, গ্রেপ্তার ৩
রাজধানীর পূর্বাচলে চলমান বাণিজ্য মেলায় জাল টাকা ছড়ানোর পরিকল্পনাকারী একটি চক্রের মূল হোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বাণিজ্য মেলা ছাড়াও প্রত্যন্ত অঞ্চলের শীতকালীন বিভিন্ন উৎসব ও মেলা টার্গেট করে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলো তারা।
মঙ্গলবার (৪ জানুয়ারি) র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, চক্রের মূল হোতা মোঃ ছগির হোসেন (৪৭), মোছাঃ সেলিনা আক্তার পাখি (২০) ও মোঃ রুহুল আমিন।
এর আগে গত ২৮ নভেম্বর মিরপুরে অভিযান চালিয়ে ২৮ লাখ ৫৩ হাজার টাকার জাল নোটসহ চক্রটির অন্য ৪ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব-৪। তাদেরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চক্রের এই ৩ সদস্যকে গতকাল মিরপুরের পল্লবী থেকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যমানের নোটসহ জাল নোট তৈরীর বিপুল পরিমান সরঞ্জামাদি জব্দ করা হয়।
জিজ্ঞাবাদের ভিত্তিতে র্যাব জানায়, চক্রটি সাধারণত কোনো মেলা ও ঈদের সময় চলা পশুর হাটসহ জনসমাগমে বিভিন্ন কৌশলে জাল নোট ছড়িয়ে দিত।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মূল হোতা ছগির তার ভাড়া বাসায় গোপনে বিশেষ কৌশলে রঙ্গিন প্রিন্টারে জাল নোট তৈরি করত। পুরান ঢাকা থেকে জাল নোট তৈরির প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতো সে। টাকার কাটিং-ও করতো সে নিজেই।
১ লাখ জাল নোট ১০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করত। তার সহযোগিরা মাঠ পর্যায়ে এই টাকা সরবরাহ ও বিক্রি করত।