রাজধানীতে দুই বাসের মাঝে পিষে কিশোরের মর্মান্তিক মৃত্যু
মহানগরী ঢাকার বুকে বাসের পাল্লাপাল্লি প্রতিযোগিতা ঘটছে প্রতিনিয়ত। মাঝেমধ্যেই তার ফলে ঘটছে মারাত্নক সব দুর্ঘটনা। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুই বাসের এমন পাল্লাপাল্লি প্রতিযোগিতায় মাঝে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে মো. রাকিব (১৪) নামের এক কিশোর।
রাজধানীর মগবাজার মোড়ে ঘটে হৃদয়বিদারক এ ঘটনা।
গুরুতর আহত অবস্থায় রাকিবকে হাসপাতালে নিয়ে যান হারুন নামের একজন পথচারী। তিনি দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিককে জানান, মগবাজার মোড়ে আজমেরী গ্লোরি পরিবহনের দুটি বাসের পাল্লা চলছিল। এ সময় দুই বাসের মাঝে পড়ে গুরুতর আহত হয় রাকিব। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিব মগবাজার মোড়ে মাস্ক বিক্রি করত। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
বছর চার আগে ২০১৮ সালে এমনই আরেকটি দুর্ঘটনায় আহত হয়ে পরে প্রাণ হারায় আরেক শিক্ষার্থী রাজীব হোসেন। দুই বাসে পিষ্ট হয়ে হাত হারিয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাজীব (২১)। দুটি বাসই করছিল পাল্লাপাল্লি দেওয়ার প্রতিযোগিতা।
তার মৃত্যুর ঘটনাও ছিল অত্যন্ত করুণ। ২০১৮ সালের ৩ এপ্রিল এ তরুণ বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে যাচ্ছিলেন। এসময় তার একটি হাত সামান্য বাইরে বেড়িয়ে ছিল। পেছন থেকে আসা আরেকটি বাস বিআরটিসির বাসকে অতিক্রম করার সময় দুই বাসের চাপায় পড়ে রাজীবের হাত। শরীর থেকে হাতটি ছিন্ন হয়ে যায়। পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও, শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণে রাজীব মারা যায়।
সে সময় বিশেষজ্ঞরা বলেছিলেন, এমন ঘটনা অহরহ ঘটার প্রধান কারণ ঢাকার ট্রাফিক ব্যবস্থার চরম অব্যস্থাপনা ও সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদাসীনতা। স্বল্প-প্রশিক্ষিত ও অদক্ষ চালকরা ইচ্ছেমতো গণপরিবহন চালাচ্ছে। ফলে দুর্ঘটনার মিছিল থামছে না।