কালিয়াকৈরে অবৈধভাবে মাটি কাটায় ৯ লক্ষ টাকা জরিমানা ও তিনটি ট্রাক জব্দ
গাজীপুরের কালিয়াকৈরে মাটি ব্যবসায়ী এসএস এন্টারপ্রাইজের মালিক সোহেল রানাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সোনাখালী ব্রিজের পাশে রেললাইনঘেঁষে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে তাকে ওই জরিমানা করা হয়।
এছাড়াও এ সময় আরো চারজনের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয় এবং মাটি বোঝাইকৃত তিনটি ট্রাক জব্দ করা হয়। এ চারজন তৎক্ষনাৎ অর্থদণ্ড পরিশোধ করতে না পারায় আটক করে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলা সোনাখালী ব্রিজ এবং রেললাইনঘেঁষে গভীর করে ভেকু দিয়ে মাটি খনন করছিল এসএস এন্টারপ্রাইজ।
সেতু এবং রেললাইন ঘেঁষে মাটি খননের খবর পেয়ে রাত ১০টার দিকে কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) মোঃ জামাল হোসেনের নেতৃত্বে ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ব্রিজ এবং রেললাইনের ক্ষতি করে মাটি খননের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সোহেল রানাকে পাঁচ লাখ টাকাসহ মোট ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়।