রাবি ক্যাম্পাসে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত, রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেই ট্রাকের ধাক্কায় চারুকলা অনুষদের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের হাবিবুর রহমান হলের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মাহমুদ হাবিব হিমেল। তিনি চারুকলা অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাইকের অন্য দুই আরোহীর পরিচয় এখনও জানা যায়নি।
ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার পর উত্তেজিত শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কও অবরোধ করেছে।
রাবির ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী জানান, "ক্যাম্পাসের ভেতরে বেশ কয়েকটি বহুতল ভবন নির্মাণ হচ্ছে। এজন্য ক্যাম্পাসে ট্রাকে করে নির্মাণসামগ্রী পরিবহন করা হয়। এসব ট্রাকের একটির সাথে হাবিবুর রহমান হলের সামনে মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থীর সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা গেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছি।"