শিক্ষার্থীদের দাবির মুখে রাবির প্রক্টরকে অপসারণ
গতকাল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহকারি অধ্যাপক লিয়াকত আলীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার মৌখিক ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।
বুধবার ওই শিক্ষার্থীকে চাপা দেওয়া ট্রাকটির চালক ও হেল্পারকে রাজশাহীর কাশিয়াদাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মৃত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের জানাজার জন্য তার মরদেহ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে নেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রদীপ কুমার পান্ডে বলেন, "জানাজার পর মাহমুদের মরদেহ তার গ্রামের বাড়ি নাটোরের কাপ্রিয়াপ্তিতে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। তাকে সেখানেই সমাহিত করা হবে,"
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য মাহমুদের মায়ের হাতে ৫লাখ টাকার চেক তুলে দেন বলে জানান প্রদীপ কুমার।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেই চারুকলা অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ নির্মাণ সামগ্রী ভর্তি একটি ট্রাকের ধাক্কায় নিহত হন। মোটরসাইকেলে থাকা আরেকজন শিক্ষার্থী রায়হান প্রামাণিকও এ দুর্ঘটনায় আহত হন। বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান আবাসিক হলের সামনে গতকাল রাত আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কও অবরোধ করে।
পরে রাত ২টার দিকে উপাচার্যের কাছে লিখিতভাবে সাতটি দাবি জানিয়ে কর্মসূচি স্থগিত করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আহত শিক্ষার্থী রায়হান প্রামাণিকের অবস্থা এখন আশঙ্কামুক্ত, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে।