রোববার এইচএসসির ফল প্রকাশিত হবে
উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার ফলাফল আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত হবে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানান, ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে।
উল্লেখ্য, গেল বছরের ২ ডিসেম্বরে শুরু হয়ে ৩০ তারিখে শেষ হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা।
স্বাভাবিক সময়ে প্রতিবছর এপ্রিলে অনুষ্ঠিত হলেও, টানা আটমাস অবনতিশীল কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার সময় পেছায় শিক্ষা মন্ত্রণালয়। মহামারির কারণে গ্রুপভিত্তিক ও সংক্ষিপ্ত পাঠক্রম অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত হয়।