১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ১৫১ টাকা
চলতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতি কেজিতে প্রায় ১২ টাকা বেড়েছে। এক কেজি এলপিজির দাম ১০৩.৩৪ টাকা থেকে বাড়িয়ে ১১৫.৯২ টাকা করা হয়েছে।
ফলে, প্রাইভেট অপারেটরদের দেওয়া ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৩৯১ টাকা। গত মাসের চেয়ে এই দাম ১৫১ টাকা বেশি।
ফেব্রুয়ারিতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৪০ টাকা।
বৃহস্পতিবার (৩ মার্চ) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল বলেন, অন্যান্য আকারের এলপিজি সিলিন্ডারের দামও একই হারে বাড়বে।
ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বেসরকারি এলপিজি অপারেটররা সৌদি চুক্তি মূল্যের ভিত্তিতে বাল্ক এলপিজি কেনে।
অনুষ্ঠানে বিইআরসির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
হাইকোর্টের আদেশ মেনে চলার জন্য গণশুনানি করার পর গত বছরের ১২ এপ্রিল প্রথমবারের মতো খুচরা এলপিজি মূল্য নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে তারা প্রতি মাসে দাম হালনাগাদ করে আসছে।