সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে পুরস্কার জিতলেন বাংলাদেশের উৎসব আহমেদ
সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২২-এর লাইফস্টাইল বিভাগে সেরা একক ফটোগ্রাফের পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশি আলোকচিত্রী উৎসব আহমেদ আকাশের তোলা ছবি।
উৎসব আহমেদের তোলা ছবিটি এক মৌয়ালের। কিন্তু এই সাদাকালো ছবিই বিশ্বের বিভিন্ন দেশের ১ লাখ ৭০ হাজারের বেশি ছবির সাথে প্রতিযোগিতা করে পুরস্কার ছিনিয়ে এনেছে।
এ বছর সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের জন্য ১০০ জনেরও বেশি আলোকচিত্রী বাছাই করা হয়।
উৎসব আহমেদ সেই দশ বিজয়ীর একজন যাদের তোলা ছবি ২০২১ সালের সেরা একক ফটোগ্রাফের জন্য নির্বাচিত হয়।
প্রতিযোগিতায় বিজয়ীদের সবাই পুরস্কার হিসেবে সনি ইমেজিং ইক্যুইপমেন্টস পাবেন; এছাড়াও সামনে মর্যাদাপূর্ণ 'ওপেন ফটোগ্রাফার অফ দ্য ইয়ার' উপাধি এবং পাঁচ হাজার ডলারের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতায় সামিল হবেন।
উন্মুক্ত এ প্রতিযোগিতার এবারের আসরের বিজয়ীর নাম আগামী ১২ এপ্রিল লন্ডনের সমারসেট হাউসে ঘোষণা করা হবে।
একই ভেন্যুতে আগামী ১৩ এপ্রিল থেকে ২রা মে একটি প্রদর্শনীর আয়োজন থাকছে যেখানে বিজয়ীদের সবার তোলা ছবিই স্থান পাবে।
প্রতিযোগিতার একজন বিচারক হিদেকো কাটাওকা বলেন, "ছবি বেছে নেওয়ার ক্ষেত্রে সৃজনশীলতা এবং মৌলিকতা খুবই গুরুত্বপূর্ণ। যে উত্তেজনা এবং আনন্দ নিয়ে একেকজন ফটোগ্রাফার মুহূর্তগুলো বন্দী করেছেন তা সত্যিই অনবদ্য।"
সাদাকালো ফটোগ্রাফ প্রসঙ্গে তার বক্তব্য, "ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি আলোকচিত্রীদের হৃদয়ে বিশেষ স্থান জুড়ে রয়েছে। সাদা-কালোর সরলতা একটি চিত্রের বিষয়বস্তুকে সম্পূর্ণরূপে ফুটিয়ে তোলার ক্ষমতা রাখে এবং দর্শকের দৃষ্টি আকর্ষণ করে তুলতে সক্ষম হয়।"