সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিঘাটা ফরেস্ট স্টেশনের আওতাধীন সীমান্তবর্তী রায়মঙ্গল নদীতে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন। শুক্রবার (২৫ মার্চ) ভোর রাত ৩টার দিকে বাঘের আক্রমণে তার নিহত হওয়ার খবর বাড়িতে জানায় সঙ্গীরা।
নিহত মৌয়াল সোলাইমান শেখ (৫৫) শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোদাড়া গ্রামের আনছার শেখের ছেলে।
নিহতের প্রতিবেশী জুবায়ের হোসেন জানান, তিন দিন আগে ৭-৮ জনের একটি দল ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে মধু সংগ্রহ করতে সুন্দরবনে গিয়েছিলেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালের দিকে সোলাইমান শেখকে বাঘে ধরে নিয়ে যায়।
পরবর্তীতে বাঘের মুখ থেকে লাশ উদ্ধার করে আজ ভোররাত তিনটার দিকে বাড়িতে খবর দেয় সঙ্গে থাকা মৌয়ালরা।
কাশিমাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান জানান, "বাঘের আক্রমণে নিহত মৌয়ালের মরদেহটি লোকালয়ে ফিরিয়ে নিয়ে আসছে বলে জেনেছি। ফিরে আসার পর বিস্তারিত জানাতে পারবো।"
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এমএ হাসান জানান, "সুন্দরবনে বাঘের আক্রমণে একজন মৌয়াল নিহত হয়েছেন। মরদেহটি লোকালয়ে আনা হচ্ছে। সুন্দরবনের রায়মঙ্গল নদীটি ভারত-বাংলাদেশ সীমান্ত। একপাশে বাংলাদেশ অন্যপাশে ভারতের সুন্দরবন। ঠিক কোন জায়গায় তিনি বাঘের আক্রমণের শিকার হয়েছেন সেটি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।"
তিনি বলেন, "দূর্গম ওই এলাকায় নেটওয়ার্ক থাকে না। সেকারণে যোগাযোগও করতে পারছি না। তবে বন বিভাগের কর্মীদের এলার্ট করা হয়েছে। নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করলেই এ ব্যাপারে খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো।"