কারণ ছাড়া র্যাবের ওপর নিষেধাজ্ঞা ‘জঘন্য পদক্ষেপ’: প্রধানমন্ত্রী
কোনো বৈধ কারণ ছাড়াই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর নিষেধাজ্ঞা আরোপ দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
"দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, যারা আমাদের বিনা কারণে বিনাদোষে র্যাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে, তাদের দেশে কিন্তু এ ধরনের অপরাধ করলে কোনো বাহিনীর বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না," র্যাব সদরদপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে বিশেষ দরবারে বলেন তিনি।
"তারা অপরাধীদের রক্ষা করে তাদের দেশে স্থান দেয়। আর বিনা অপরাধে আমাদের দেশে নিষেধাজ্ঞা দেয়। আমাদের দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যে কেউ যদি অপরাধে জড়িয়ে পড়ে আমরা কিন্তু শাস্তির ব্যবস্থা করি," বলেন তিনি।
"আমাদের এই সাফল্যে এরা (যুক্তরাষ্ট্র) দুঃখ পেয়েছে কি না আমি জানি না।"
বাংলাদেশের কিছু মানুষও র্যাবের বিরুদ্ধে অপপ্রচার চালায়, দুঃখ প্রকাশ করে এমন মন্তব্য করেন শেখ হাসিনা।
র্যাবের প্রশংসা করে তিনি বলেন, "র্যাব সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার, চরমপন্থিদের দমন ও ভেজালবিরোধী অভিযানসহ প্রতিটি ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিয়ে যাচ্ছে। আমাদের দেশের মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে।"
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ মার্চ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। র্যাবের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং র্যাব-৭ এর সাবেক কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়।
টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের 'বিচারবহির্ভূত' হত্যাকাণ্ডের সঙ্গে বেনজীর আহমেদ ও মিফতাহ উদ্দিন আহমেদের জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এ নিষেধাজ্ঞা জারি করে। ২০১৮ সালের মে মাসে মাদকবিরোধী এক অভিযানের সময় নিহত হন একরামুল হক।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ র্যাব, বেনজীর আহমেদ ও অন্য পাঁচজন সাবেক ও বর্তমান র্যাব কর্মকর্তাকে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট, ইও ১৩৮১৮ এর অধীনে 'দায়িত্বপালনের সময়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের' দায়ে অভিযুক্ত করেছে।
নিষেধাজ্ঞা দেওয়ার পর এবিষয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূত আর্ল মিলারকে তলব করে ব্যাখ্যা চায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
সর্বশেষ গত ২০ মার্চ র্যাবের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়টি কঠিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।