টিপ পরার জন্য হেনস্তা: পুলিশ সদস্যের বিরুদ্ধে জিডি দায়ের শিক্ষকের
টিপ পরার জন্য হেনস্তা ও জীবননাশের চেষ্টার অভিযোগে শেরেবাংলা নগর থানায় ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ড. লতা সমাদ্দার।
২ এপ্রিল দায়ের করা জিডিতে ড. লতা বলেন, শনিবার রাজধানীর ফার্মগেট এলাকার কাছে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি 'টিপ' পরার জন্য তাকে গালাগালি করেন।
জিডিতে তিনি আরও উল্লেখ করেন, 'আমি হয়রানির প্রতিবাদ করলে ওই পুলিশ সদস্য তার মোটরসাইকেল দিয়ে আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। আমি সরে গিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করি। কিন্তু আমি বাইকের নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হই।'
তেজগাঁও কলেজের এই শিক্ষিকা বলেন, ঘটনাটি তিনি নিকটবর্তী ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের জানালে তারা তাকে থানায় অভিযোগ করার পরামর্শ দেন।
এছাড়া ড. লতাও তদন্ত করে পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার চেয়েছেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের জন্ম দেয়।
এদিকে হয়রানির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে নারী কর্মী সংগঠন নারীপক্ষ।
অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা রোববার জাতীয় সংসদে পয়েন্ট-অভ অর্ডারে বক্তব্য দেওয়ার সময় এই হয়রানির নিন্দা জানিয়ে বলেন, এটি সবার জন্যই ভীষণ লজ্জাজনক ঘটনা।