র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে দিল্লির সহযোগিতা চাওয়া হয়েছে: মোমেন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান- র্যাব এবং এর সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সমর্থন চেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৬ মার্চ) একথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, "র্যাবের ওপর আমেরিকান নিষেধাজ্ঞার পর আমরা তাদের (ভারতের) সাহায্য চাই। তারা খুবই আন্তরিক। তারা (ভারত) বলেছে, এবিষয়টি অবশ্যই তারা আমেরিকার সাথে আলোচনায় তুলে ধরবে।"
মোমেন আরও বলেন, প্রায় ৪৫ লাখ প্রবাসী ভারতীয় আমেরিকায় রয়েছে। তারাও মার্কিন সরকারকে এবিষয়ে অনুরোধ করেছে। "আমেরিকায় (প্রবাসী ভারতীয়রা) খুবই প্রভাবশালী।"
এদিকে আগামী বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরের কথা রয়েছে। তিনি এই মাসের শুরুতে মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসিতেও সফর করেছেন।
বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, "মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা ও জবাবদিহিতা নিশ্চিত না করলে নিষেধাজ্ঞা বাতিলের কোনো সম্ভাবনা নেই।"
পররাষ্ট্রমন্ত্রী মোমেনের উপস্থিতিতে এক সেমিনারে যোগ দিয়ে একথা বলেন মার্কিন রাষ্ট্রদূত, সেমিনারে মোমেন ছিলেন প্রধান অতিথি। পিটার হাস বলেন, "সন্ত্রাসবাদ প্রতিরোধে র্যাব কার্যকর থাকুক তা আমরাও চাই, কিন্তু সে কাজ করার সময় অবশ্যই মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে।"