শাহজালাল বিমানবন্দরের টয়লেট থেকে ৩.৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
ময়লার ঝুড়িতে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে সোনার বারগুলো।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৪৬টি সোনার বার জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।
গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক কর্মকর্তাদের একটি দল বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে বিমানবন্দরের একটি টয়লেটে তল্লাশি চালায়।
ময়লার ঝুড়িতে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে সোনার বারগুলো। বারগুলো দুটি আলাদা বান্ডিলে রাখা হয়েছিল।
জব্দ বারগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৭ লাখ টাকা। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিস্তারিত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।