বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সপ্তাহ শেষে নিম্নচাপে পরিণত হতে পারে: আইএমডি
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) একটি বুলেটিনে জানিয়েছে, বুধবার দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি এই সপ্তাহ শেষে নিম্নচাপে পরিণত হতে পারে।
"দক্ষিণ আন্দামান সাগর এবং এর পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণিঝড় সঞ্চালন অব্যাহত রয়েছে। এর প্রভাবে, ৬ মে একই অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে," জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়টির উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে তা ধীরে ধীরে একটি নিম্নচাপে পরিণত হবে।
তবে, এ ঘূর্ণিঝড় বাংলাদেশের কোথাও আঘাত হানবে কিনা তা নিশ্চিত করেনি এই দেশের আবহাওয়া বিভাগ।
বর্ষা আসন্ন থাকায় প্রতি বছর এপ্রিল-মে মাসে পূর্ব ও পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।
বর্তমানের আবহাওয়া পরিস্থিতি ঘূর্ণিঝড়ে পরিণত হলে, ২০২০ সালের আম্ফান এবং ২০২১ এর ইয়াসের পর টানা তিন বছর ধরে মে মাসে ঘটা তৃতীয় ঘূর্ণিঝড় হবে এটি।