এবার অন্যান্য প্রতিষ্ঠান থেকেও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পর এবার সংবিধিবদ্ধ, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল ব্যয়ের মাধ্যমে বিদেশ ভ্রমণও স্থগিত করেছে সরকার।
সোমবার (১৬ মে) অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ও চলমান বৈশ্বিক সংকট মোকাবেলা করতে এ সংস্থাগুলোর কম গুরুত্বপূর্ণ বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলো।
গত ১২ মে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের বিষয়ে পরিপত্র জারি করে সরকার।
এর আগে, ১১ মে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, গাড়ি ক্রয়, ভবন নির্মাণ ও সংস্কার, রাস্তা নির্মাণের মতো কম গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের ব্যয় বহন করবে না সরকার।বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয় এমন প্রকল্প স্থগিত করা হচ্ছে বলেও জানান তিনি।
বিশ্ববাজারে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় প্রচুর আমদানি ব্যয় বেড়ে গেছে। এর প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে। এজন্য এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রসঙ্গত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এ বছর দাঁড়িয়েছে ৪১ বিলিয়ন মার্কিন ডলারে। গত বছর আগস্টে ছিল এটি ছিল ৪৮.৬ বিলিয়ন মার্কিন ডলার।