কাজের কাজী তিনি, অকাজে মেজাজী
[ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার জন্মবার্ষিকী উপলক্ষ্যেই এ লেখা)
১। 'না প্রেমিক না বিপ্লবী' নন। তিনি সম্পূর্ণ প্রেমিক, সম্পূর্ণ বিপ্লবী।
২। বাংলা কবিতার প্রথম ব্লকবাস্টার। বিশ্বাস না হলে, তার মতো "সাহিত্য করার পয়সায়" কলকাতা শহরে পারলে গাড়ি কিনে হাঁকিয়ে দেখাও।
৩। কবি, বক্তা, গায়ক,পত্রলেখক, গীতিকার ও 'লম্পট' হিসেবে সফল।
৪। গেরুয়া পাঞ্জাবী, ধুতি, ফেজ টুপি ও পানীয় হিসেবে চায়ের শ্রেষ্ঠ বিজ্ঞাপনদাতা।
৫। ভোটপ্রার্থী রাজনীতিবিদ ও সেনা হাবিলদার হিসেবে চূড়ান্ত ফ্লপ, গল্পকার ও প্রাবন্ধিক হিসেবে আধাআধি সচেষ্ট। সাহিত্যের সব দিক ধরবার প্রতি করুণ শঙ্খের মতো সচেষ্ট হয়েছিলেন। সমান হয়নি, এক জীবনে সব হয়না। রবীন্দ্রনাথকে "খুন" করবার কিংবদন্তি দুঃসাহস তাই দূরেই রয়ে গেছে।
৬। আলোড়ন, আলোড়ন আর আলোড়ন। যেমন জীবনে, তেমন সাহিত্যে। সমস্তক্ষণ দুরন্ত, প্রবল। বুদ্ধদেব বসুর সেই আদুরে ভৎসর্না, যে তিনি আর বড় হননি, চিরকাল এক প্রতিভাবান বালকই থেকে গেছেন; কথাটা সত্য। ইতিবাচক অর্থে বা নেতিবাচক, যেভাবেই কথাটা ভাবা হোক, ব্যাখ্যা যার যার নিজস্ব।
৭। সদা সৃষ্টিশীল। সদা মত্ততা। সচেতন বা অসচেতন দুই অর্থেই, সৃষ্টির দিকে মনোযোগ না দিয়েই, ফলে প্রচুর অপচয়, চারদিকে। অবশ্য, অপচয় তাকেই মানায়। দুই হাতে ধরে রাখবার জায়গা তার ছিল না, কেননা এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য!
৮। মাত্রাবৃত্তের মাস্টারম্যান। ছন্দে বিস্ময়করভাবে সহজ, সতেজ, সহজাত। এক রবীন্দ্রনাথের বিপুল দৈর্ঘ্য বাদ দিলে, তুলনাহীন!
৯। শুধু কবি ছিলেন না, তার সঙ্গে ছিল "কবিজীবন", মধুসূদনের পর দ্বিতীয় আইকন।
১০। বাঁশী হাতে ইতিহাসের দ্বিতীয় জনপ্রিয়তম পুরুষ। তার থেকে বেশি জনপ্রিয় ছিলেন শুধু শ্রীকৃষ্ণ।
১১। সম্পূর্ণ আলাদা সাহিত্য-চরিত্রের ও সমবয়সী হয়েও, জীবনানন্দ দাশের প্রথম গ্রন্থকে প্রবলভাবে প্রভাবিত করেছিলেন। তিনি সম্ভবত সেটা জানতেন না। জীবনানানন্দ দাশও যেমন জানতেন না, উন্মাদ কাজী নজরুল ইসলামের পর তিনিই হয়ে উঠেছেন বাঙালি কবিদের তৃতীয় তীর্থ।
১২। মুঠোতে পুষেছিলেন পারস্যের কবিদের সমাধিক্ষেত্র। কত বিজ্ঞজন পণ্ডিত পারস্যের কবিদের অনুবাদ করেছেন, বেপরোয়া নজরুলের মতো হলো না কারোরই। তিনিই মহত্তম! আঙুলে যদি মদিরা না থাকে, শুধু তরলে নেশা জমে না।
১৩। 'বিদ্রোহী' কবিতাটিই বাংলা কবিতার ইতিহাসে শ্রেষ্ঠ রোম্যান্টিক কবিতা। এমনকি রবীন্দ্রনাথেও এর সমতূল্য রোম্যান্টিসিজম নেই।
১৪। কবিতা নিয়ে বেশি কিছু বলার সুযোগ নেই। আগেই কৈফিয়ত দিয়ে রেখেছেন- "অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যাহারা আছ সুখে!"
১৫। রাজা বারবার জেলে দিয়েছেন, ফলে কবি হিসেবে 'রাজকীয়'।
১৬। সকলেই বলছিলেন, নজরুল বড় বেশি কথা বলছে। তাই ৪২ বছর বয়সে সমস্ত কথা বলা বন্ধ করে দেন।
১৭। "দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল/কথায় সুরে ফুল ফুটাতাম, হয় না এখন আর সে ভুল॥"
১৮। আঠারো অনুচ্ছেদ শেষ করি। নজরুল চিরকালের আঠারো। শুভ জন্মদিন কাজী, কাজের কাজী তিনি, অকাজে মেজাজী।
- লেখক- কবি, প্রাবন্ধিক, গল্পকার